সন্দ্বীপে দুর্ঘটনার কবলে কনটেইনারবাহী জাহাজ।

0 ৭০৯,৭৮২

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে আংশিক ডুবে যাওয়া অভ্যন্তরীণ কন্টেইনারবাহী পানগাঁও এক্সপ্রেস জাহাজ উদ্ধারে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।বৃহস্পতিবার(৬ জুলাই)আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর)এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে,বেলা ১১টার দিকে চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে দুর্ঘটনার কবলে পড়ে ‘পানগাঁও এক্সপ্রেস’। জাহাজটি কাত হয়ে গেলে ৯৬ টিইইউসের মধ্যে তিনটি কন্টেইনার পানিতে ভেসে গেছে।ইতোমধ্যে জাহাজের নাবিকদের একটি বোটে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্দর সচিব ওমর ফারুক বলেন,জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে যাচ্ছিল।পথে সন্দ্বীপ চ্যানেলে এটি দুর্ঘটনার কবলে পড়ে।খবর পেয়ে জাহাজটিকে উদ্ধারের জন্য বন্দরের শক্তিশালী টাগবোট,কোস্ট গার্ড এবং নৌবাহিনীর কর্মকর্তারা যোগ দিয়েছেন।

জানা গেছে,চট্টগ্রাম বন্দর থেকে জাহাজটি ভাড়ায় নিয়ে পরিচালনা করছিল সী গ্লোরি শিপিং এজেন্সিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।ভোর চারটায় জাহাজটি চট্টগ্রাম থেকে রওনা দেয়।

এদিকে দুর্ঘটনার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!