কালাপানিয়া ১ নং ওয়ার্ডে নৌকার নির্বাচনী কর্মী সভা জনসভায় প্ররিনত।

0 ৭০৯,৭৭৫

আগামী ১৭ জুলাই কালাপানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে ১ নং ওয়ার্ডে নির্বাচনী কর্মী সভা ৪ জুলা সন্ধ্যায় উত্তর কালাপানিয়া দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান আরমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলাউদ্দিন বেদন।

কালাপানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আযোজনে উক্ত কর্মী সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দীন মিশন,বাউরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান,নৌকা মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক আলিমুর রাজী টিটু,চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ ছিদ্দিকুর, হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, রহমতপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক আমজাদ হোসেন,শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,উপ-দপ্তর সম্পাদক প্রনব মজুমদার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান,উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবলুসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,১নং ওয়ার্ডের জনগণ,বিভিন্ন ওয়ার্ডে সদস্য প্রার্থীগনসহ হাজারো মানুষের উপস্থিতির সমাগম হয়েছে।

উক্ত কর্মীসভায় বক্তারা বলেন,১৭ জুলাই আলিমুর রাজী টিটুকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে জনগণের প্রতি আহবান জানান।এছাড়া আলিমুর রাজী টিটুর পাঁচ বছরের কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরেন,বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসাসহ সকল কর্মকান্ডের বিষয়ে জনগণকে অভিহিত করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে আহবান জানান।

সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দীন বেদন জানান,জানানো হয় কালাপানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক দিদারুল আলমকে ৮ জুলাই বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হবে।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান আমরা ২ জুলাই বর্ধিত সভা করে দলের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় কালাপানিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবদুল কাদের কে তার পথ থেকে অব্যহতি দেয়া হয়।

এছাড়া বক্তারা আরো বলেন,জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে,মাহফুজুর রহমান মিতার হাতকে শক্তিশালী করতে নৌকার মনোনীত প্রার্থী আলিমুর রাজী টিটুকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করতে করার আহবান জানান।

নৌকার প্রার্থী আলিমুর রাজী টিটু বলেন,আমি যদি বিগত পাঁচ বছর আপনাদের সেবা দিয়ে থাকি,আমি যদি কালাপানিয়া ইউনিয়নের উন্নয়ন করে থাকি তাহলে অবশ্যই কালাপানিয়াবাসী আবারও আমাকে সেবা করার সুযোগ করে দিবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!