
সন্দ্বীপ উপজেলায় সহকারী কমিশনার(ভূমি)মঈন উদ্দিন এর নেতৃত্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা,নিয়মিত বাজার মনিটরিং এবং সরকারী রাস্তা দখলমুক্ত করার অংশ হিসেবে সন্দ্বীপ উপজেলার শিবেরহাট বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টের অভিযানে কেরামতিয়ায় আজিজ বেকারিতে বিস্কুটে সাল্টু,হাইড্রোজ মেশানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪১ ধারায় ৪০,০০০টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া লাইসেন্স নবায়ন না করায় শিবেরহাটের তপন স্টোরকে ২,০০০টাকা এবং রাস্তায় নির্মান সামগ্রী ফেলে যান চলাচলে বিঘ্ন করায় পারভেজ(৩৫)কে স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ)আইন ২০০৯ এর ৮৯ ধারা ২,০০০টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সন্দ্বীপ থানা পুলিশ।
এই বিষয়ে সরকারী কমিশনার(ভূমি)মঈন উদ্দিন বলেন,হাইড্রোজ,সাল্ট মানব শরীরে প্রবেশ করে নানা ধরনের ক্যান্সার তৈরী করে তাই জরিমানা করা হয়েছে,তপন ষ্টোরের লাইসেন্স নবায়ন নেই,পারভেজ রাস্তায় নির্মান সামগ্রী রেখে চলাচলের বিঘ্ন ঘটায় তাই এদেরকে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী বিভিন্ন ধারায় বিভিন্ন ধরনের অর্থদন্ড দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন,আমরা সব সময় মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি,যেখানেই সমস্যা দেখি সাথে সাথে ব্যবস্থা নিয়ে থাকি।