সন্দ্বীপে সামাজিক সম্প্রীতির সমাবেশ

0 ৫০৯,৮৬৪

চট্টগ্রামের সন্দ্বীপে সামাজিক সম্প্রীতির সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা বলেন,সামাজিক সম্প্রীতির মাধ্যমে জাতির ঐক্য ও সংহতি সৃষ্টি করে দেশকে এগিয়ে নেয়া সম্ভব। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের নজির হিসেবে বাংলাদেশের সুনাম অতীতেও ছিল,বর্তমানেও সকলে মিলে তা অক্ষুন্ন রাখতে হবে।

সনাতনী সম্প্রদায়ের দূর্গা পূজাকে সামনে রেখে রবিবার সকাল ১১ টায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় সন্দ্বীপ থানা পুলিশ পরিদর্শক জাকির হোসেন বলেন-সমাজ ও সম্প্রদায়ের মধ্যে অশান্তি সৃষ্টি করতে যারা সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট দেয়,কমেন্ট করে,শেয়ার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সহকারী কমিশনার(ভূমি)মোহাম্মদ মঈন উদ্দিনের সঞ্চালনায় সামাজিক সম্প্রীতির এ সমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়,ব্যবসায়ী নেতা শাহ আকবর হেলাল,মডেল মসজিদ খতিব মুফতি এরশাদুল ইসলাম,মাওলানা খবিরুল ইসলাম,সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি রহিম উল্যা,চেয়ারম্যান আবুল খায়ের নাদিম,মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম,ওসি(তদন্ত)জাকির হোসেন প্রমূখ।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চেয়ারম্যান জসিম উদ্দিন,মহিউদ্দিন জাফর,জিল্লুর রহমান,মাস্টার আবুল কাসেম মোল্লা,আলীমুর রাজী টিটু,হাজী আবুল কাসেম,মোহাম্মদ রকি সহ ইউপি সদস্যবৃন্দ,আলেম সমাজের প্রতিনিধিবৃন্দ,পূজা পরিষদের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!