সাতক্ষীরায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে প্রাতিষ্ঠানিক শাখা সূমহের সনম্বয় সভা অনুষ্ঠিত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃআগামী ৯ জানুয়ারী-২০২১বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সফল করতে, সাতক্ষীরা জেলায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর প্রাতিষ্ঠানিক শাখা সূমহের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর-২০২০) বিকাল ৪টায় সংগঠনের জেলা কার্যালয়ে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখার সভাপতি এড.পঙ্কজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ।
সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা সহ-সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. প্রবীর মুখার্জি, যুগ্ন-সাধারণ সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শীবপদ সরকার,
মোছাক সরদার ও এড.সুনীল ঘোষ, মহিলা সম্পাদক সাবিনা খান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুল হক, সহ-অর্থ সম্পাদক কাজি শাহাদাত হোসেন, সহ-সম্পাদক মনিরা খাতুন, নাজমা খাতুন, সাহিদা বেগম ময়না, স্বরশতি বন্ধ্যোপধ্যায়, দেবাশিষ সরকার।
আরো বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি অধ্যাপক আমিনুর রহমান, হোমিও চিকিৎসক প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি ডাঃ আব্দুর রহমান হাবিব, ক্লিনিক ও ডায়াগনিষ্টিক প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি ডাঃ খলিলুর রহমান, আইনজীবী সহকারী প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি মুক্তিযোদ্ধা মনোরঞ্জন বন্ধ্যোপধ্যায়, ব্যাংক বীমা প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি ইমাম হোসেন, প্রেস ও মিডিয়া প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি শেখ আবজাল হোসেন, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবী প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি মহিউদ্দীন আহমেদ লাল্টু, ভোমরা স্থল বন্দর প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক মনু, প্রাথমিক শিক্ষক প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি আব্দুল আওয়াল, কাঠশিল্প প্রাতিষ্ঠানিক শাখা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষক প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি মফিজুল ইসলাম ও আনোয়ার হোসেন প্রমুখ।