সারাদেশের ন্যায় সন্দ্বীপেও বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।

0 ৫১০,০৪৫

ডিজিটাল বাংলাদেশের আরেক ধাপ হিসেবে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল আইডি কার্ড প্রদান করেছেন শেখ হাসিনা সরকার।মুক্তিযুদ্ধাদের জন্য একমাত্র জননেত্রী শেখ হাসিনা যে পরিমাণ কাজ করেছেন বিগত আর কোন সরকার এমন কাজ করেননি।

আজ সকালে সন্দ্বীপ উপজেলায় কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে বীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় হতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ইস্যুকৃত ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা’র সভাপতিত্বে উক্ত ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন,বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,পৌরসভা কাউন্সিলর বৃন্দসহ অনেকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!