
চট্টগ্রাম থেকে স্টিমারে করে সন্দ্বীপ যাওয়ার সময়, স্টিমার সন্দ্বীপের কূলে পৌছালো ভাটা থাকার কারনে যাত্রী দের অবৈধ লাল বোটে করে কিনারে আসতে হয়।
এই অতি প্রবল বাতাস ও যাত্রী বেশি থাকায় লাল বোট টি উল্টে যায়। নিমিষেই ধ্বংস হয়ে ১৮টি তাজা প্রাণ।৬ থেকে ৭দিন অভিযান জালিয়ে লাশ গুলো উদ্ধার করা হয় বিভিন্ন জায়গা থেকে।মানুষের আত্ননাদে চেয়ে যায় পুরো সন্দ্বীপ।
কিন্তু এই দূর্ঘটনাটির বিচার এখনো হয়নি, চলছ অবৈধ লাল বোট,পারা পার হচ্ছে মানুষের জীবনের ঝুঁকি নিয়ে।বিভিন্ন পত্র পত্রিকায় লেখা লেখি হলেও টনক নড়েনি কতৃপক্ষের।
আত্মীয় স্বজনদের আহাজারিতে নিস্তব্ধ হয়ে উঠে গুপ্তছড়া ঘাট।২০১৭ সালের ২ রা এপ্রিল এই বৈরি আবহাওয়ার কবলে পরে লালবোট ডুবে গিয়ে মৃত্যু হয়ে ছিলো ১৮ টি তাজা প্রাণের।
গড়িয়েছে বছর,গড়িয়েছে সময়।স্মৃতির পাতায় ছলে গেছে ১৮ টি তাজাপ্রাণ আপনজন হারানোর ব্যাথা কেবল পরিবার পরিজনেরা বুঝবেন যুগযুগ ধরে।