ফ্যামিলি কার্ডে টিসিবি পণ্য পেয়েছে ৩ লাখ ৩৪ হাজার পরিবার

0 ১০৮,২২৯

চট্টগ্রাম জেলায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৩১ মার্চ পর্যন্ত ৩ লাখ ৩৪ হাজার ২৫৩ পরিবার টিসিবি পণ্য কিনেছে।প্রথম পর্যায়ে টিসিবি পণ্য বিতরণের ৬২ দশমিক ৪৭ শতাংশ সম্পূর্ণ হয়েছে।প্রথম পর্যায়ের মজুত করা বাকি পণ্য অবশিষ্ট উপকারভোগীদের মধ্যে বিতরণ কার্যক্রম দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চট্টগ্রাম জেলায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকা অনুযায়ী ৫ লাখ ৩৫ হাজার পরিবার ৮২ জন উপকারভোগীর মধ্যে এসব পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।কোভিড-১৯ পরিস্থিতিতে পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ কার্যক্রম নেওয়া হয়েছে।প্রত্যেক উপকারভোগী পরিবার ফ্যামিলি কার্ড প্রদর্শন করে ৪৬০ টাকার বিনিময়ে দুই কেজি চিনি,দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারছেন।

মমিনুর রহমান বলেন,প্রথম পর্যায় চট্টগ্রাম জেলায় গত ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত তিন লাখ ৩৪ হাজার ২৫৩ জন ফ্যামিলি কার্ডর মাধ্যমে ৫০৬ কেজি চিনি,৫০৬ কেজি মসুর ডাল ও ৬ লাখ ৬৮ হাজার ৫০৬ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়েছে।মোট কার্যক্রমে প্রথম পর্যায়ে ৬২ দশমিক ৪৭ শতাংশ সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়,চট্টগ্রাম জেলায় ৮১ জন ডিলারের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোশনের ৪১টি ওয়ার্ড, ১৫ উপজেলার ১৯১টি ইউনিয়ন, ১৫টি পৌরসভায় ফ্যামিলি কার্ডের মধ্যে প্রথম পর্যায়ের পণ্য বিতরণ চলছে।

জেলা প্রশাসন জানায়,টিসিবি ডিলাররা পণ্য গ্রহণের একদিন পূর্বে নির্দিষ্ট হিসাব নম্বরে টাকা জমা দিয়ে ডি.ও(ডেলিভারি অর্ডার)নেওয়ার মাধ্যমে পণ্য বিক্রয় করছেন।এ কার্যক্রম তদারকি করার জন্য ও সুন্দরভাবে বাস্তবায়নের জেলা প্রশাসনের পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশন,উপজেলা প্রশাসন,পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের সমন্বয়ে সার্বক্ষণিক উপস্থিত থাকার জন্য ট্যাগ টিম গঠন করা হয়েছে।উক্ত ট্যাগ টিম প্রতিদিনের পণ্য বিক্রয় কার্যক্রমের ওপর নিয়মিত রিপোর্ট দেন।প্রথম পর্যায়ের টিসিবি পণ্য বিতরণ শেষ হলে রমজানের মধ্যে দ্বিতীয় পর্যায়ের পণ্য বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!