সন্দ্বীপ পৌরসভার পক্ষ হতে কেঞ্জাতলী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ জন ব্যবসায়ীকে আর্থিক অনুদান প্রদান

0 ৩০০,২৮২

সন্দ্বীপ পৌরসভার পক্ষ হতে কেঞ্জাতলী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ জন ব্যবসায়ীকে আর্থিক অনুদান প্রদান করা হয়।গত মার্চ মাসে সন্দ্বীপ পৌরসভা ০৯ নং ওয়ার্ডস্থ  কেঞ্জাতলী বাজারে গভীর রাতে অগ্নিকান্ডে ভস্মীভূত হওয়া ৪ টি দোকান মালিককে আর্থিক অনুদান প্রদান করলো সন্দ্বীপ পৌরসভা কর্তৃপক্ষ।

আজ ৩১ মার্চ সন্দ্বীপ পৌরসভা কার্যালয়ে মেয়র মোক্তাদের মাওলা সেলিম নিজ হাতে ব্যবসায়ীদের হাতে এ অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময় ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোক্তাদের মাওলা ফয়সাল সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১৫ মার্চ ২০২২ ইং তারিখ গভীর রাতে আকস্মিক অগ্নিকাণ্ডে পুরে ছাই হওয়া উক্ত ০৪ টি দোকানের মালিক এ অনুদানের চেক পেয়ে সন্দ্বীপ পৌরসভার সন্মানীত মেয়রের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সময় মেয়র সেলিম বলেন ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে সব সময় সন্দ্বীপ পৌরসভা আন্তরিক সহযোগিতা করে যাবে। কারন ব্যবসায়ীরা ব্যবসার পাশাপাশি পন্য সামগ্রী জনগনের দোরগোড়ায় পৌঁছে দিয়ে এক ধরনের সেবা প্রদান করেন। অতএব তাদের প্রতি কোন অন্যায়, অত্যাচার বা জুলুম কোন ভাবে বরদাস্ত করা হবেনা।আপনারা নতুন উদ্যমে ব্যবসায় নেমে পড়ুন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!