সন্দ্বীপ উপজেলায় অনুষ্ঠিত হলো ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২২।

0 ৫১০,৫৪১

সারা দেশের ন্যায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় অনুষ্ঠিত হলো ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২২।উক্ত প্রতিযোগিতায় সন্দ্বীপ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার(অঃ দাঃ)মঈন উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলার ভাইস চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন মিশন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আজম,সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেদন।

উল্লেখ্য যে,প্রতিযোগিতায় সন্দ্বীপ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
৪৯তম গীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ৫০মিটার মুক্ত সাঁতারে প্রথম স্থান অধিকার করেছে সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আবদুল খালেক সজিব।যার রোল নং-৬৯,দ্বিতীয় স্থান অধিকার করেছে রহমতপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মোস্তফা মেহেরাজ,যার রোল নং-৮৮ এবং তৃতীয় স্থান অধিকার করেছে জেবেন্নুর সুলতান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র তানভির হোসেন।যার রোল নং-৫০।

এছাড়া ১০০মিটার মুক্ত সাঁতারে প্রথম স্থান অধিকার করেছে আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত আবদুল খালেক সজিব।যার রোল নং-৬৯,দ্বিতীয় স্থান অধিকার করেছে আজিমপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র রবিন দাস,যার রোল নং-৪০ এবং তৃতীয় স্থান অধিকার করেছে দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র প্রাণ নাথ।

এছাড়া ২০০মিটার মুক্ত সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে আজিমপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র লিটন দাস।যার রোল নং-৯,দ্বিতীয় স্থান অধিকার করেছে মধ্য সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সাজ্জাত হোসেন।যার রোল নং-১৩ এবং তৃতীয় স্থান অধিকার করেছে সারিকাইত মমতাস্সুম দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র শরীফ উদ্দিন।যার রোল নং-৯।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!