সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমানের মিতার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আবারও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

0 ৫০৬,৬৬৮

সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমানের মিতার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আবারও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।আজ বিকাল চারটায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি আকবর হাট মূল সড়কে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিল শেষে আকবার হাটে প্রতিবাদ সভা করা হয়।

গাছুয়া,সন্তোষপুর,কালাপানিয়া,আমানউল্লাহ এবং দীর্ঘাপাড় ইউনিয়ন আওয়ামী যুবলীগের যৌথ উদ্যেগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য সিদ্দিকুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান ফাহিম

সন্দ্বীপ উপজেলার আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবলুর সভাপতিত্বে গাছুয়া ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আদনান জাবেদ,সাধারণ সম্পাদক ফাহিম ইকবাল।আমানউল্ল্যাহ ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমানউল্লাহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নওশাদ।কালাপানিয়া ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কালাপানিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবদুল,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।দীর্ঘাপাড় ইউনিয়ন আওয়ামী যুবলীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দীর্ঘাপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শিবলু,সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন।সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন মেম্বার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন গাছুয়া,সন্তোষপুর,কালাপানিয়া,আমানউল্লাহ এবং দীর্ঘাপাড় ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

এই সময় প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন,চট্টগ্রামের ঐতিহাসিক জনসভায় মাহফুজুর রহমান মিতার ছবিতে ক্রস চিহ্ন দিয়ে মিছিল করা মানে আওয়ামী লীগ কে অপমান করা,জননেত্রী শেখ হাসিনাকে অপমান করা,যুবলীগকে অপমান করা কারণ এমপি মাহফুজুর রহমান মিতা শেখ হাসিনার নৌকা প্রতিকের এমপি।এদের প্রতিহত করতে হবে।সব ষড়যন্ত্র মোকাবিলা করতে আওয়ামী যুবলীগ যথেষ্ট।তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহবান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!