
চট্টগ্রামের সন্দ্বীপ হারামিয়া ইউনিয়নে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাঁটার দায়ে সেনের হাটের মোহাম্মদ রুবেল(৩২)কে এক লক্ষ এবং রহমতপুরের করিম(৩৪)কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার(৭ ফেব্রুয়ারী)হারামিয়া চরের সরকারি জমি থেকে মাটি কেটে হারামিয়া ইউনিয়ন পরিষদের পাশে সরকারি খাল ভরাট করছিল।সেনেরহাটের মোহাম্মদ ছেলে রুবেল ও রহমতপুরের মৃত জেবল হকেট ছেলে করিম।সেই সময় মোবাইল কোর্টের অভিযানে এই দুইজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ১৫ ধারায় যথাক্রমে ১,০০,০০০/- টাকা এবং ৫০,০০০/- করে মোট ১,৫০,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিনেট নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এই সময় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বলেন,যারাই অবৈধভাবে সরকারি জমি/খাল হতে মাটি কাটবে এবং সরকারি জমি/খাল ভরাট করে দখল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।একইসাথে জনগনকেও এই বিষয়ে সজাগ থাকার এবং উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান।