চট্টগ্রাম হাসপাতালে ১০০ অক্সিজেন সিলিন্ডার দিল সাইফ পাওয়ারটেক

0 ১৬১

নাসির উদ্দিন চট্টগ্রামঃ করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিআইটিআইডি ও আন্দরকিল্লা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য অক্সি মিটারসহ ১০০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক।রোববার (৫ জুলাই) দুপুর ১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি’র হাতে অক্সিজেন সিলিন্ডারগুলো তুলে দেন সাইফ পাওয়ারটেক’র পক্ষে ইঞ্জিঃ মেজর (অব.) হুমায়ুন কবির।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোঃ মিজানুর রহমান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ বদিউল আলম, আন্দরকিল্লা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, বিআইটিআইডি’র পরিচালক ডা. এম এ হাসান চৌধুরী ও সাইফ পাওয়ারটেক’র কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!