পেকুয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এম,পি জাফর আলম।

0 ২৫১

আমিনুল ইসলাম বাহারঃ কক্সবাজারের পেকুয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে চকরিয়া -পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম। শুক্রবার (৫ফেব্রুয়ারী) বিকাল ৩ টার দিকে পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টার হল রুমে শ্রমিকলীগের সভাপতি নুরুল আবছারের পবিত্র কুরআন তেলোয়াতের মধ্যে দিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের তিন বারের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেনের সভাপতিত্বে ও পেকুয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া -পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আ’লীগের সদস্য এস.এম গিয়াস উদ্দিন, পেকুয়া সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আজম খান, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম, রাজাখালী ইউপি চেয়ারম্যান মো. ছৈয়দ নুর, সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম, পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মাষ্টার নাছির উদ্দীন,সাধারণ সম্পাদক তারেক, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ পেকুয়ায় কর্মরত তৃণমূল পর্যায়ের সকল সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্য সাংসদ জাফর আলম বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শেষের উন্নয়নের অগ্রসর হচ্ছে। তারই ধারাবাহিকতায় পেকুয়ায় ৩৬১ কোটি টাকা ব্যয়ে বানৌজা শেখ হাসিনা সড়ক নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। মগনামায় শেখ হাসিনা নৌবাহিনী সাবমেরিন ঘাঁটির মতো বড় ধরনের প্রকল্প হতে চলছে। সঠিক তথ্য সংগ্রহ করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের বিশেষ অনুরোধ করছেন সাংসদ জাফর আলম।

তিনি সাংবাদিকেদর উদ্দেশ্যে বলেন, আমি এমপি হওয়ার পর এটাই সাংবাদিকদের সাথে প্রথম মতবিনিময় সভা। সাংবাদিকরা হচ্ছে দেশের সম্পদ। তাঁদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পেকুয়ায় কর্মরত সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে নিজস্ব অর্থায়নে প্রেসক্লাব ভবন করে দেওয়া আশ্বাস ও দেন তিনি। সাংবাদিকদের স্বাধীনভাবে ও দলমত নির্বিশেষে সংবাদ সংগ্রহের কাজ চালিয়ে যাওয়ার ও কথা বলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!