সন্দ্বীপের দীর্ঘাপাড় সহ উত্তর- পশ্চিমে নতুন চরে জেগে ওঠা ভূমির প্রকৃত মালিকদের মাঝে ক্ষোভ বাড়ছে

0 ২৮০

ইলিয়াস কামাল বাবুঃ চর হুদ্রাখালী,থাক হুদ্রাখালী,চর দীর্ঘাপাড়,থাক দীর্ঘাপাড়ের প্রকৃত ভূমির মালিকদের মাঝে নদীতে ভেঙ্গে যাওয়া তাদের হারানো ভূমির মালিকানা ফেরত না পাওয়ায় তাদের মাঝে ক্ষোভ দানা বেঁধে ওঠছে।

৩ রা মার্চ, বিকেল ৩ টায় দীর্ঘাপাড় ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের কাছে অনুষ্ঠিত এক সভায়
ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন-আহসানুল আলম শাহরিয়ার,হাজী আবুল কালাম,আজমত আলী বাহাদুর,হুমায়ুন কবীর চৌধুরী, আনোয়ার হোসেন মাসুদ,মোঃ সুমন মেম্বার,আবুল কালাম বশির প্রমুখ।

মোস্তফা হায়দারের সঞ্চালনায় এ বক্তারা বলেন- ৭২ এর দিকে নদীতে বিলীন হয়ে যাওয়া দাদা-পিজাদের বসতবাড়ী,জমি-জিরাত ৮৬’ র দিকে পুনরায় জেগে ওঠায় চর হুদ্রাখালী,থাক হুদ্রাখালী,চর দীর্ঘাপাড় ও থাক দীর্ঘাপাড়ের প্রকৃত ভূমির মালিকরা দীর্ঘ দেন- দরবার ও ধর্ণা দিয়েও আজো তাদের বাপ- দাদার ভিটে-মাটি ‘ র দখল বুঝে পাচ্ছেন না।উপরন্তু ভূমিদস্যুরা অবৈধ দখলদার ও জোতদারদের কারসাজিতে প্রকৃত ভূমির মালিকদের জায়গা-জমি তথাকথিত কাগজপত্র সৃজনের মাধ্যমে দখলে নেয়ার ষড়যন্ত্র ও পায়তারা করছে।

বক্তারা মহল বিশেষের এহেনো হীন প্রচেষ্টার বিরুদ্ধে চরম হুশিয়ারী উচ্চারণ করেন।প্রয়োজনে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।অতএব,সঠিক জরীপ ও নকশার মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট বিভাগ যেনো আরএস খতিয়ান মূলে বিএস খতিয়ান সৃজন করে প্রকৃত ভূমির মালিকদের কাছে তাদের পৈতৃিক সম্পত্তি বুঝিয়ে দেন।এ ক্ষেত্রে তারা সন্দ্বীপের নির্বাচিত জনপ্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা ও যথাযোগ্য উদ্যোগ কামনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!