সিএমপির বায়েজিদ বোস্তামী থানার অভিযানঃ অতি গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত ল্যাপটপ উদ্ধার এবং গ্রেফতার ০৩

0 ২৪৬

বাদী কুইন্স লাইন ইউনির্ভার্সিটি এন্ড টেকনোলজি, ব্রীজম্যান, অস্ট্রেলিয়ার ভিজিটিং রিসার্স ফেলো। উক্ত ইউনির্ভার্সিটির ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন মি. ড: ইয়াং টং গু ও প্রফেসর ড: মাজহারুল করিমের তথ্যাবলীর মাধ্যমে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর প্রফেসর ড: তোফায়েল আহম্মেদ (ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ) একটি স্মার্ট এ্যানার্জি সিস্টেম প্রজেক্ট তৈরী করেন। উক্ত প্রজেক্টের মূল্যবান তথ্য বাদী ড: মোঃ মাহবুবুর রহমানের ল্যাপটপে সংরক্ষিত ছিল। গত ০৯/১১/২০২১ইং তারিখ সকাল ০৬.১৫ ঘটিকা হতে সকাল ০৯.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোরেরা বাদীর উক্ত ল্যাপটপটি কৌশলে চুরি করে নিয়ে যায়, যা সিসিটিভি ফুটেজে সামান্য দেখা যায়। পরবর্তীতে ড: মাহবুবুর রহমান এ সংক্রান্তে বায়েজিদ বোস্তামী থানায় অভিযোগ দায়ের করলে একটি নিয়মিত মামলা রুজু হয়।

অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/ রানা প্রতাপ বণিক সিসিটিভি ফুটেজে প্রাপ্ত চোরদের সনাক্তের লক্ষ্যে অভিযান পরিচালনা করে এবং সিএমপি ফেইসবুক পেইজে শেয়ার করে। গত ১১/১২/২০২১ইং তারিখ হালিশহর থানায় এলাকায় একই কায়দায় চুরি করতে গিয়ে জনগন কর্তৃক ১। তৌহিদুল ইসলাম (১৮) ও ২। মোঃ ছোটন মিয়া (১৮) ধৃত হলে হালিশহর থানা পুলিশ তাহাদের উদ্ধার করে ফেইসবুক পেইজে দৃশ্যমান চোরদের চেহারার সহিত মিল পাওয়ায় বায়েজিদ বোস্তামী থানাকে অবহিত করে। পরবর্তীতে এসআই/ রানা প্রতাপ বণিক হালিশহর থানায় গিয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা চুরি করার বিচারটি স্বীকার করে এবং ড: মাহবুবুর রহমানের ল্যাপটপটি কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন সাইফুল ইসলাম (২৬) এর নিকট আছে বলে জানায়।

উক্ত তথ্যের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় অফিসার ফোর্স এবং অত্র মামলার বাদী ড: মাহবুবুর রহমানকে নিয়ে ১২/১২/২০২১ইং তারিখ সকাল ০৯.০০ ঘটিকার সময় কক্সবাজার জেলার চকরিয়া ও পেকুয়া থানার মাঝামাঝি দুর্গম এলাকায় অভিযান পরিচালনা করে সাইফুল ইসলাম (২৬) কে গ্রেফতার করতঃ তার নিকট হতে বাদীর চোরাই যাওয়া গুরুত্বপূর্ণ ল্যাপটপটি উদ্ধার করে। যা বাদী তাঁর নিজের বলে সনাক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!