চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক উৎসবে ‘একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র’ র দলীয় পরিবেশনা ‘শিখা চিরন্তন’ নিবেদন

0 ১৪২

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক উৎসবে ‘একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র’ র দলীয় পরিবেশনা ‘শিখা চিরন্তন’ নিবেদন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত তিনদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব “হৃদয়ে বাংলাদেশ” অনুষ্ঠিত হয়।

গত ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসবের তৃতীয় ও শেষ দিনে অনিরুদ্ধ মুক্তমঞ্চে সন্ধ্যায় “একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র’ র দলীয় বৃন্দ ‘শিখা চিরন্তন’ নিবেদন করেন আবৃত্তিশিল্পী আলপনা বড়ুয়া,স্নিগ্ধা শিকদার,রেনিয়া চৌধুরী,জয় চন্দ্র বিশ্বাস,সঞ্জয় কুমার দাশ,অনুকা গুহ,লিয়াকত হোসেন লিমন,অর্পিতা মজুমদার,উদিতা ভট্টাচার্য ও প্রতীক বড়ুয়া।

উল্লেখ্য গত ১৫ ডিসেম্বর সাংস্কৃতিক এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!