জেলা প্রশাসনের বিজয় কনসার্টে উপচে পড়া ভিড়

0 ১৪৬

করোনা মহামারির কারণে বড় ধরনের কনসার্টের দেখা পায়নি দর্শকেরা।স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজন করে ‘বিজয় কনসার্ট’।তাই এ মহা আয়োজনে ছিল দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস।শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশের নয়টি জনপ্রিয় ব্যান্ডদলের অংশগ্রহণে “বিজয় কনসার্টে” গান পরিবেশন হয়েছে।ব্যান্ডদলগুলোর মধ্যে-অর্থহীন,শিরোনামহীন,ভাইকিং,সোলস,ওয়ারফেইজ,অ্যাভয়েডরাফা,আরভোভাইরাস,আর্টসেল ও তীরন্দাজ।  

চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে যৌথভাবে “বিজয় কনসার্ট” এর আয়োজ করা হয়েছে।কনসার্টে ১৫ হাজার দর্শক বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্যালারিতে বসে অনুষ্ঠান উপভোগ করেছেন।দেড় হাজার আমন্ত্রিত অতিথি স্টেডিয়ামের ভিতরে বসে অনুষ্ঠান উপভোগ করেছেন।কনসার্টে বাইরে থেকে খাবার বা পানির বোতল নিয়ে মূল ফটকে প্রবেশ নিষিদ্ধ ছিল।শ্রোতাদের জন্য স্টেডিয়ামের ভিতরে অস্থায়ী হালকা খাবারের দোকানের ব্যবস্থা ছিল।

অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ,আনসার বাহিনী ও র‌্যাব সদস্যরা নিয়োজিত ছিলেন।কনসার্টের প্রবেশপথ থেকে ও অন্যান্য গেইটগুলোতে ৪২০ জন স্বেচ্ছাসেবক বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি),স্কাউটস,রোভার স্কাউটস,গার্লস গাইড দায়িত্ব পালন করেছেন।কনসার্টটি ফেইসবুকসহ স্যোসাল মিডিয়া ও ক্যাবলটিভিতে লাইভ প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে ভিআইপি ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসনগুলোতে বসা ও প্রবেশকে কেন্দ্র করে ঘটনাস্থলে উৎশৃঙ্খল দর্শনার্থীরা হুড়োহুড়ি করতে গিয়ে তিনজন আহত হন।আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আহত তিন জনই আশঙ্কা মুক্ত বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!