চট্টগ্রাম নগরীতে স্বাস্থ্য বিধি না মেনে,বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে মিনি গরুর বাজার

0 ১৯৯

বিশেষ প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাসের কারণে দেশ সীমিত লকডাউন অবস্থায় আছে,এরই মাঝে শপিংমল দোকানপাট খোলা রাখার সরকারি নির্দেশনা সন্ধ্যা সাতটা পর্যন্ত,(চসিক) অনুমতি সাপেক্ষে স্থায়ী তিনটি এবং অস্থায়ী চারটি মোট সাতটি গরুর হাট ইজারা অনুমোদন দিয়েছেন এবং স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করার নির্দেশনা ও দিয়েছে (চসিক)।

বিশেষজ্ঞদের মতে গরুর হাট অনুমতি দিলে স্বাস্থ্যবিধি মানা হবে না ক্রেতা-বিক্রেতা, তার পরেও (চসিক) সাতটি গরুর হাট অনুমতি দিয়েছেন।সরেজমিনে দেখা গিয়েছে নগরীর পাহাড়তলী থানা এলাকায় কাজির দিঘীর কার্টুন ফ্যাক্টরি সামনের সুলতান কোম্পানির বাড়ির সামনে গরুর হাট ও সরাইপাড়া লোহারপুল চৌধুরী মসজিদের সামনে সিএনজি গ্যারেজের ভিতর মোঃ সোবাহান গরুর হাট বসেছে।

এছাড়াও কাজির দিঘীর সরকারি স্কুলের পাশে একটি হাট ও উত্তর কাট্টলী কর্নেল জোন সড়ক রেললাইনের পাশে ঝন্টু নামের এক ব্যক্তি গরুর হাট বসিয়েছেন ও নগরীর সরাইপাড়া পোট কানেক্টিং রোডের পাশে জয়নগর মসজিদ সংলঙ্গ একটি গরুর হাট বসেছেন মোঃ শওকত, দক্ষিণ কাট্টলী বানিয়াপাড়া রাস্তার পাশে একটি গরুর হাট বসিয়েছেন।

সরেজমিনে দেখা গেল কোন স্বাস্থ্য বিধি মানছে না কেউ সরকারি নির্দেশনা কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এই হাটগুলো চালাচ্ছে হাটের মালিকেরা,কোন হাত দোয়ার ব্যবস্থা নেই ক্রেতা ও বিক্রেতার মুখে কোনো মাক্স নেই কোন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছে না মিনি গরুর হাট কর্তৃপক্ষ

এই বিষয়ে জানতে চাইলে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ বলেন স্বাস্থ্য বিধির ব্যাপারে আমাদের কিছু করার নেই,এটা সিটি কর্পোরেশনের কাজ আমাদের কাজ হচ্ছে গরুর হাটের আইন-শৃঙ্খলা রক্ষা করা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!