বিএসপি সন্দ্বীপ কমিটির বনভোজনে প্রয়াত সাংবাদিক শামসুল হুদার পরিবারকে মাসিক সম্মাননা ঘোষণা

হাসানুজজামান সন্দ্বীপিঃ বাংলাদেশ সাংবাদিক পরিষদ(বিএসপি) ও স্বেচ্ছাসেবি সংগঠন সম্মিলিত সন্দ্বীপ অধিকার আন্দোলনের যৌথ বনভোজন সম্পন্ন হয়েছে।২২ শে জানুয়ারী শনিবার দুপুরে দীর্ঘাপাড়ের সবুজচরে অনুষ্ঠিত এই বনভোজনে কবিতা,আবৃতি, নৃত্য,মোটরবাইক দৌড়,ক্রিকেটসহ নানান ক্রিয়েটিভ প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনুষ্ঠানের শেষাংশে প্রতিযোগিতার পুরস্কার বিতরণে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন জাফর,সন্দ্বীপ উপজেলা কৃষকলীগ সভাপতি কামরুল হাসান আলাল,উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবলু,সন্তোষপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইমরুল মেম্বারসহ প্রমুখ।বাংলাদেশ সাংবাদিক পরিষদ সন্দ্বীপ কমিটির সাধারণ সম্পাদক ও সম্মিলিত সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজজামান সন্দ্বীপি তার বক্তব্যে বিএসপি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ উদ্দিন সন্দ্বীপির পক্ষে মরহুম সাংবাদিক শামসুল হুদার কর্মের স্বীকৃতিস্বরুপ মাসিক ১০০০ টাকা করে ৬ মাসের ৬০০০ টাকা ও মরহুম সাংবাদিক মুনছুর আমানের পরিবারের জন্য পূর্বঘোষিত ১বছরের অনুদান ১২০০০ টাকা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।উভয় পরিবারের পক্ষে কেউ উপস্থিত না থাকায় পরবর্তীতে পরিবারদ্বয়ের হাতে উক্ত সহায়তা পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইলিয়াস সুমন, বিএসপি সন্দ্বীপ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আফছার,সাংগঠনিক সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ, দপ্তর সম্পাদক ডাঃ তৌহিদুল ইসলাম,প্রচার সম্পাদক কাউছার মাহমুদ দিদার প্রমুখ।

Comments (০)
Add Comment