ব্রিটেনে ফাইজার ভ্যাকসিনের অনুমোদন এ সপ্তাহেই

আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেকের করোনা ভ্যাকসিনকে চলতি সপ্তাহেই ছাড়পত্র দিতে পারে ব্রিটেন। রোববার দেশটির প্রথম সারির একটি দৈনিকের অনলাইন প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।সরকারি সূত্রের বরাতে বলা হচ্ছে, ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের আনুষ্ঠানিক মূল্যায়ন শুরুর জন্য এক ডিসেম্বর ন্যাশনাল হেল্থ সার্ভিসকে (এনএইচএস) প্রস্তুত থাকতে বলেছে দেশটির অনুমোদনকারী সংস্থা।বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ভ্যাকসিন দেয়ার কাজ কবে শুরু হবে তা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি ব্রিটেনের স্বাস্থ্য দফতর। তবে ভ্যাকসিন সংক্রান্ত তথ্য সম্পূর্ণ পর্যালোচনা করতে যত সময় লাগবে, তা নেয়া হবে।গত সপ্তাহেই ব্রিটেনের ‘মেডিকেল রেগুলেটরি মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি’ (এমএইচআরএ) ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের কার্যকারিতা মূল্যায়ণ করে দেখার নির্দেশ দিয়েছিল।খবর সত্য হলে যুক্তরাষ্ট্রের আগেই ব্রিটেনে ছাড়পত্র পাবে করোনার ভ্যাকসিন। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কর্তৃপক্ষ গত শুক্রবার জানিয়েছিল, ভ্যাকসিনের অনুমোদন দিয়ে বৈঠক হবে ১০ ডিসেম্বর।চূড়ান্ত ধাপের পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রাথমিকভাবে পাওয়া ফলাফলে দেখা গেছে, ফাইজার ও বায়োএনটেকের তৈরি সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিন ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ৯৫ শতাংশ কার্যকর।ব্রিটেন এই ভ্যাকসিনের ৪ কোটি ডোজ ক্রয়ে ইতোমধ্যে কোম্পানি দুটির সঙ্গে চুক্তি করেছে। বছর শেষে এক কোটি ভ্যাকসিন ডোজ হাতে পাবে বলে প্রতিবেদনে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম বিবিসি।যৌথভাবে তৈরি করোনার ‘৯৫ শতাংশ কার্যকর’ ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন পেতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে মার্কিন ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক।

Comments (০)
Add Comment