ভোটের মাধ্যমে আজ শেষ হলো তৃতীয় ধাপের উপনির্বাচন।

রাশেদুল হাসান,লক্ষ্মীপুর জেলা ব্যুরোঃ গত বৃহস্পতিবার লক্ষীপুর জেলার সদর থানার আওতাধীন ১৯ নং তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হইতে আওয়ামী লীগের দুই প্রতিদ্বন্দ্বীর ভোটের মাধ্যমে শেষ হলো তৃতীয় ধাপে নির্বাচন।গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয় হয়েছিলেন মমিন মেম্বার তিনি বক্ষব্যাধি জনিত কারণে মৃত্যু বরণ করেন। তাই ওই ওয়ার্ডের আজকে উপ-নির্বাচন হয়,উপ-নির্বাচনে অংশগ্রহণ করেন সাবেক ইউপি সদস্য রেদোয়ান হোসেন ও মোঃ আবুল কাশেম।দীর্ঘ এক মাস দরে ভোটের আমেজ উদযাপিত ছিল ১৯ নং তেয়ারিগঞ্জ ইউনিয়ন।আজ জনগণ ভোটের মাধ্যমে তাদের জন প্রতিনিধি নির্বাচিত করেছেন দুই প্রতিদ্বন্দ্বীর হাড্ডাহাড্ডি লড়াই তে সতস্ফুর্ত ভোটারের উপস্থিতির মাধ্যমে ভোটগ্রহণ চলেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে।র‍্যাব বিজিবি পুলিশ ও আনসার বাহিনী খুবই তৎপর ছিলেন ভোটার সংখ্যা ছিল ৩১৮৬ ,ভোট কাস্ট হয়েছে ১৯৩৬ ,বাতিল হয়েছে ২৭ ভোট।বিজয় হয়েছেন মোঃ আবুল কাশেম,তিনি পেয়েছেন (৯৬৬)ভোট।তাহারা প্রতিদ্বন্দী রেদোয়ান হোসেন তিনি পেয়েছেন(৯৪৩) ভোট।আবুল কাশেম বলেন জনগণ আমাকে যে সম্মান দিয়েছে আমি আমার সাধ্যমত সে সম্মান ধরে রাখবো।এবং আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশ প্রিজাইটিং এর সঠিক তৎপরতা কারণে জনগণ ও শান্তিপূর্ণ ভাবে ভোট প্রধান করেছে এতে করে আমি অত্যন্ত খুশি।আমি বিজয় হয়েছি আমি আমার প্রতিদ্বন্দ্বী রেদোওয়ান মেম্বারকে সাথে নিয়ে ওয়ার্ডের সকল উন্নয়নমূলক কাজে করবো । রেদোওয়ান মেম্বার ও আমাকে সহযোগিতা করবেন বলে আমি আশা রাখি ।

Comments (০)
Add Comment