মহান ২১ শে সন্দ্বীপ সাহিত্য পরিষদের কবিতা পাঠের আসর

ইলিয়াস কামাল বাবুঃ আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে সন্দ্বীপ সাহিত্য পরিষদ কবিতা পাঠ ও সাহিত্য আসর এর আয়োজন করে।

২১ শে ফেব্রুয়ারী,বিকেল-৩ টায় পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-সন্দ্বীপ সাহিত্য পরিষদের আহবায়ক কাজী শামসুল আহসান খোকন।

সন্দ্বীপ সাহিত্য পরিষদের সদস্য সচিব ইলিয়াস কামাল বাবু’র সঞ্চালনায় এ সাহিত্য আসরের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-অনুষ্ঠানের সভাপতি।পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী ভাবে হলো, এ বিষয়ের উপর সংক্ষিপ্ত পটভূমিকা তুলে ধরেন-কবি নীলাঞ্জন বিদ্যুৎ।সন্দ্বীপের সমকালীন সাহিত্য নিয়ে আলোচনা করেন-শিল্পী আবুল কাশেম।

এর পর শুর হয় কবিতা পাঠের আসর,এতে একে একে অংশ নেন-মোঃ মাইনউদ্দিন,মারিয়া ইয়াছমিন মিমু, সুফিয়ান মানিক,সাইফুল ইসলাম ইসসাফ,সঞ্জয় কুমার দাস,চারু মিল্লাত,আতাউল হাকিম,শাহীনা বেগম,মোস্তফা হায়দার,আলাউদ্দিন পারভেজ,সুরজিত দাস,মুহম্মদ ছমিহ্ উদ্দিন,মারজান আহসান মুক্তা,ফসিউল আলম প্রমুখ।

Comments (০)
Add Comment