মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলায় আটক ৪

আব্দুল করিম,চট্রগ্রামঃ চট্রগ্রাম নগরের জামাল খানের চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।সোমবার(২৪ আগস্ট)বিকাল ৩টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন-বাঁশখালীর এমপির সহকারী পিএস একেএম মোস্তাফিজুর রহমান,বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলামের পিএস আবুল কালাম,১২নং ইউনিয়ন শেখেরখীলের মিজানুর রহমান তালুকদার ও এনামুল হক।কোতোয়ালি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নোবেল চাকমা বলেন,সকালে প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধাদের ওপর হামলায় ঘটনায় চারজনকে আটক করা হযেছে।তাদের সবার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।উল্লেখ্য,সোমবার সকালে নগরের প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সন্তানদের উদ্যোগে এক মানববন্ধন আয়োজন করা হয়।এতে মুক্তিযোদ্ধারাও অংশ নেন।পরে সেখানে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর এপিএস এবং বাঁশখালী পৌরসভার মেয়রের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠে।

Comments (০)
Add Comment