রাজপথে মমতা,নারী দিবসে কলকাতায় মুখ্যমন্ত্রীর রোড শো

রবিবার শিলিগুড়িতে পদযাত্রার পর আজ নারী দিবসে ফের রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়।দুপুর আড়াইটে থেকে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত রোড শো করবেন মুখ্যমন্ত্রী।জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে এদিন মিছিলে হাঁটবেন মমতা।রবিবার ব্রিগেডে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।মোদীর ব্রিগেড সভার পরই আজ মমতার রোড শো ঘিরে ভোটমুখী বাংলায় সরগরম রাজ্য রাজনীতি।

সম্প্রতি নৈহাটির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে BJP সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেছিলেন,’বাংলার মেয়েদের কী হাল হয়েছে!পারিবারিক হিংসার ঘটনা সবথেকে বেশি হচ্ছে বাংলায়।নারী পাচার বাংলাতেই বেশি হচ্ছে।’ BJP সভাপতির এই বক্তব্যের পালটা আসরে নেমে ডেরেক টুইটারে রাজ্যে নারী সুরক্ষার বাস্তব চিত্র তুলে ধরে দাবি করেন,বাংলায় মহিলাদের অপরাধের ঘটনা কম। পুলিশ বিভাগে মহিলাদের উপস্থিতির হারের পরিসংখ্যানও তুলে ধরেছেন তৃণমূল সাংসদ।

নারী দিবসে পথে নেমে আজ নারী সুরক্ষা ইস্যুতে পালটা জবাব দিতে পারেন মমতা,এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।অন্যদিকে,রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবার শিলিগুড়িতে পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।পদযাত্রা শেষে মমতা বলেন, ‘শুধু বড় বড় কথা।প্রধানমন্ত্রী বাংলায় প্রচার করার আগে জবাব দিন,কেন রান্নার গ্যাসের দাম বেড়েছে,কেন তেলের দাম বাড়ছে?কেন ৯০০ টাকায় গ্যাস কিনতে হচ্ছে?নরেন্দ্র মোদী আপনার দাম কত টাকা?কবে আপনি বিনামূল্যে গ্যাস দেবেন?’

কটাক্ষের সুরে তিনি বলেছেন, ‘পাঁচটার পাঁচটাতেই ছক্কা খাবেন।অসম,তামিলনাড়ু,বাংলা,সব কটায় হারবেন।রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে মহিলাদের অসম্মান করে বড় বড় কথা বলছেন।’কটাক্ষের সুরে তিনি বলেছেন,‘বাংলাকে সোনার বাংলা বানাবেন?সব তো বেঁচে দিয়েছেন।কোভিড ইনজেকশনের মধ্যেও নিজের ছবি লাগিয়ে দিয়েছে।এরকম হয় কেউ!’তোলাবাজির পালটা অভিযোগ তোলেন মমতা।তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন,‘ভারতে একটাই সিন্ডিকেট কাজ করে,নরেন্দ্র মোদী আর অমিত শাহ।আপনাদের সিন্ডিকেটকে ইঞ্চিতে ইঞ্চিতে শেখাব।’

Comments (০)
Add Comment