শরতের শেষে মৃদু মৃদু কুয়াশা আমেজ।

সবুজ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতি পরিবর্তন ও বিভিন্ন ব্যাধিগুলো তাই শারীরিক ও মানসিক দিক পরির্তন দেখছেন সাধারণ মানুষ। 

শরতের শেষ বেলায়ও হঠাৎ বৃষ্টি।শহর ছাড়লে আবার মৃদুমন্দ বাতাসে হালকা শীতের আমেজ পাওয়া যাচ্ছে।আবহাওয়ার পরিবর্তন যেন অনুভব করা যায়। দিনের বেলা গরমে নাকাল হলেও শেষ রাতে শীত শীত অনুভূত হতে শুরু করেছে।মৌসুম পরিবর্তনের এ সময় জ্বর কাশি-সর্দির প্রবণতা বাড়া নতুন কিছু নয়।তবে এখন বদলে গেছে প্রেক্ষাপট।করোনাকালে জ্বর-কাশি মানেই বিভীষিকা।তাই এ সময় জ্বরজারি হলে সব কারণই মাথায় রাখা প্রয়োজন।

ভাদ্র-আশ্বিন এ দুই মাস বাংলাদেশে শরৎকাল কিন্তু ।শরতের সৌন্দর্য বাংলার প্রকৃতিকে করে রূপময়।আকাশের উজ্জ্বল নীলিমার প্রান্ত ছুঁয়ে মালার মত উড়ে ফুটতে শুরু করে সাদা কাঁশ ফুল।চারদিকে সজীব গাছপালার ওপর বয়ে যায়।হালকা শিশিরে ভেজা দূর্বাঘাস সাথে ভেসে চলে ঘোলাটে এমন ঘন কুয়াশা।এমন প্রকৃতি দেখা মেলে ঠিক ভোর ৫.০০থেকে৫.৩০ মিনিটে লক্ষ্মীপুর,রামগতির,চর রমিজ ইউনিয়ন এলাকাতে।

Comments (০)
Add Comment