সন্দ্বীপে ফের ১৪জন রোহিঙ্গা অনুপ্রবেশ,উদ্বিগ্ন সন্দ্বীপবাসী,নিরব স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন।

নেয়ামত উল্লাহ রিয়াদঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় রোহিঙ্গা অনুপ্রবেশ থামছে না কিছুতেই উদ্বিগ্ন সন্দ্বীপবাসী,নিরব জনপ্রতিনিধি ও প্রশাসন।

গত এক মাসে প্রায় অর্ধশত রোহিঙ্গা ভাসানচর ও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে দালাল চক্র ও বিভিন্নভাবে পালিয়ে সন্দ্বীপ এসেছে।ইতিমধ্যে তাদের স্থানীয় জনতা আটক করে পুলিশে দিলে পালিয়ে আসা রোহিঙ্গা দের পুলিশের সহযোগিতায় রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে

সর্বশেষ আজ ৩০/০৫/২০২১খ্রিস্টাব্দ তারিখ ভোর ৫টার দিকে সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় ভাসান চর থেকে পালিয়ে আসা নারী পুরুষ সহ ১৪জন রোহিঙ্গাকে আটক করে স্থানীয় জনগন।বর্তমানে তারা গ্রাম পুলিশের পাহারায় স্থানীয় মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে আটক আছে।

মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন পালিয়ে আসা রোহিঙ্গাদের স্থানীয় জনতা আটক করে আমাকে জানান পরে তাদের মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে আটকে রাখা হয়েছে এ ব্যাপারে আমরা সন্দ্বীপ থানাকে অবহিত করেছি
পুলিশ আসলে আমরা তাদের পুলিশের কাছে সোপর্দ করবো।

Comments (০)
Add Comment