সন্দ্বীপ উপজেলা পর্যায়ে সিবিও এ্যালায়েন্স শক্তিশালীকরনে সিবিও ঐক্য জোটের সভা অনুষ্ঠিত হয়েছে।

বাদল রায় স্বাধীন: ৪ জানুয়ারী এসডিআই আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এ্যালায়েন্স কমিটির সদস্য মাজহারুল ইসলাম ফরিদ। অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন রিকল প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী শ্যামল রায়। ফিল্ড ফ্যাসিলিটেটর বাদল রায় স্বাধীনের উপস্থাপনায় এজেন্ডা ভিত্তিক আলোচনায় অংশ নেয় এ্যালায়েন্স কমিটির সদস্য ফাতেমা বেগম, মিজানুর রহমান, মোবারক হোসেন, শামীমা ইয়াসমিন জেনি,ফিল্ড ফ্যাসিলিটেটর ইসমাঈল ফরিদ প্রমুখ।
সভায় শামীমা আক্তার জেনিকে সভাপতি, মিজানুর রহমান কে সহ-সভাপতি, মাজহারুল ইসলামকে সাধারন সম্পাদক, পারভীন আক্তারকে সহ-সম্পাদক, মোবারক হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও হোসনেয়ারা বেগমকে ক্যাশিয়ার করে মোট ২১ সদস্য বিশিষ্ট্য একটি কমিটি গঠন করা হয়। এরপর আগামী তিনমাসের পরিকল্পনা হিসেবে সন্দ্বীপের পশ্চিমে জেগে উঠা চরকে চাষাবাদ উপযোগী করতে একটি নোনা বেড়িবাঁধ নির্মান এবং দলিল দস্তাবেজ মোতাবেক ভুমির মালিকদের মালিকানা ফিরিয়ে দিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেন তারা।
Comments (০)
Add Comment