সন্দ্বীপ পৌরসভা প্রশাসন কর্তৃক ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

সন্দ্বীপ পৌরসভা প্রশাসন কর্তৃক ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পবিত্র কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ১৫ আগষ্ট পৌরসভা কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে জননন্দিত মেয়র মোক্তাদের মাওলা সেলিম সহ প্যানেল মেয়র সফিকুল ইসলাম, আবু তাহের ও কাউন্সিলর যথাক্রমে আলাউদ্দীন বাবলু,শাকিল উদ্দিন খোকন,মোঃ ফয়সাল, মোঃ দিদার, মোঃ পারভেজ সহ সকল মহিলা কাউন্সিলর ও পৌরসভার সকল কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।দোয়া মাহফিল পরিচালনা করেন রহমানীয়া মাদ্রাসার হাফেজ মাওলানা মোঃ শাহীন।দোয়া মাহফিল পরবর্তী মেয়র মোক্তাদের মাওলা সেলিম বলেন বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন দেখে দেশ স্বাধীন করেছেন বলে আজ আমরা এমন সন্মানজনক চেয়ারে বসতে পেরেছি, না হয় আমাদের কথা বলার অধিকার সহ সব কিছু হারিয়ে ফেলতাম। আজ যারা মুল ধারার বিপরীতে রাজনীতি করে তারা দেশ ও জাতীর শত্রুু। তারা বঙ্গবন্ধুর ছোট ছেলে সহ পরিবারের সকলকে হত্যা করে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বাঙ্গালীর জন্য তা খুবই কলংকিত অধ্যায়। আমি ঐ দিনের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।এবং বঙ্গবন্ধুর বাকি খুনীদের দ্রুত ফাঁসি নিশ্চিত করার দাবী জানাচ্ছি।
Comments (০)
Add Comment