সিএমপি’র কোতোয়ালী থানার অভিযানঃ স্বর্ণালংকার, নগদ ৪৬৪০/- টাকা, ০১টি এলইডি টিভি, ০১টি ব্লেন্ডার মেশিন ও বিভিন্ন চোরাই মালামাল সহ ০২ জন গ্রেফতার

সিএমপি’র কোতোয়ালী থানার অভিযানঃ স্বর্ণালংকার, নগদ ৪৬৪০/- টাকা, ০১টি এলইডি টিভি, ০১টি ব্লেন্ডার মেশিন ও বিভিন্ন চোরাই মালামাল সহ ০২ জন গ্রেফতার।গত ইং ১৩/০৫/২০২১ তারিখ বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকা হতে ইং ১৬/০৫/২০২১ তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার মধ্যবর্তী যেকোন সময় কোতোয়ালী থানাধীন পাথরঘাটা ৩নং চুরিয়ালটুলি লেইনস্থ আব্দুল জব্বার সওদাগরের বিল্ডিং এর ২য় তলায় ও গত ১৮/০৭/২০২১ ইং তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন পাথরঘাটা চুড়িয়ালটুলী রোড গল্লি পাড়াস্থ আমিনুর রহমান মিয়ার বিল্ডিং এর ৩য় তলায় এবং ১৯/০৭/২০২১ ইং তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন পাথরঘাটা চুড়িয়ালটুলী রোড গল্লি পাড়াস্থ আমিনুর রহমান মিয়ার বিল্ডিং এর ৪র্থ তলায় ও গত ইং ২৭/০৭/২০২১ তারিখ ভোর অনুমান ০৫.০০ ঘটিকার হইতে ইং ২৯/০৭/২০২১ তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার যেকোন সময় কোতোয়ালী থানাধীন চুড়িয়ালটুলি লেইন,সর্দারের বাড়ী নীচ তলা ভাড়া বাসায় চুরি হয়েছে মর্মে কোতোয়ালী থানায় পৃথক পৃথকভাবে ৩টি মামলা রুজু হয়।
উক্ত ঘটনা ৩টি’র বিষয়ে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ)বিজয় বসাক,বিপিএম,পিপিএম(বার)দিক নির্দেশনায়,অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)মোঃ আমিনুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার(কোতোয়ালী জোন)মোঃ মুজাহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীন,পিপিএম(বার)এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ০১টি স্বর্ণের চেইন,০২ জোড়া স্বর্ণের পাশা দুল,০১টি স্বর্ণের আংটি,০১টি hp ল্যাপটপ,০১টি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন,০১টি ব্লেন্ডার মেশিন ও নগদ ৪৬৪০/-টাকা সহ মোঃ বাবলু প্রকাশ বাবুল(২৮)কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত ও চুরি করার কথা স্বীকার করে এবং চুরি করা স্বর্ণালংকার সমূহ উত্তম দে(৩৮)এর নিকট বিক্রয় করার কথা স্বীকার করে।পরবর্তীতে ধৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর দে(৩৮)কে গ্রেফতার করা হয়।
Comments (০)
Add Comment