২৩ সেপ্টেম্বর ঢাকা থেকে ফ্লাইট চালু করতে যাচ্ছে সৌদি এয়ারলাইনস

অনলাইন ডেস্কঃ ঢাকা থেকে আগামী ২৩ সেপ্টেম্বর পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে সৌদি এরাবিয়ান এয়ারলাইনস।

শনিবার সংস্থাটির এক কর্মকর্তা ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে জানান,বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ(বেবিচক)এর কাছ থেকে সংস্থাটি প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন,করোনাভাইরাস মহামারিতে নিয়মিত ফ্লাইট স্থগিত থাকায় বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক আটকে থাকার বিষয়টি বিবেচনা করে প্রতি সপ্তাহে দুটির বেশি ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছিল সংস্থাটি।

সপ্তাহে আরও বেশি ফ্লাইট পরিচালনা করতে তারা বেবিচক এর কাছে আবেদন করবেন বলে তিনি জানান।এদিকে,বাংলাদেশ বিমানের এক শীর্ষ কর্মকর্তা জানান,তারাও শিগগির সৌদি আরবের সঙ্গে উড়োজাহাজ চলাচল শুরু করার পরিকল্পনা করছেন।

কোভিড-১৯ এর বিস্তার রোধে এ বছর মার্চের মাঝামাঝি থেকে চীন ছাড়া সব দেশের সঙ্গে নিয়মিত উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয় সরকার।পরে,১৬ জুলাই থেকে বেবিচক প্রাথমিকভাবে বাংলাদেশ বিমান ও কাতার এয়ারওয়েজকে ঢাকা থেকে সীমিত আকারে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়,বর্তমানে ১১টি বিদেশি সংস্থাসহ ১৩টি এয়ারলাইনস সাতটি দেশে সপ্তাহে ৪৬টি ফ্লাইট পরিচালনা করছে।

Comments (০)
Add Comment