৬১তম বার্ষিক মহোৎসবে গীতাপাঠ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী।

সবুজ সাহা: শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রমের ৬১ তম মহোৎসব করোনা মহামারি কারণে স্থগিত করেছেন মন্দির কমিটি।এরি সুবাদে জাগ্রত গীতা সংঘের পরিচালনায় বার্ষিক গীতাপাঠ প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল ) বিকাল শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে এ বার্ষিক প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন,উক্ত মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জিতেন্দ্র সাহা, সহ সভাপতি শ্রীকৃষ্ণ সাহা,সাংগঠনিক সম্পাদক আপন সাহা,জগন্নাথ সাহা। অনুষ্ঠানে গীতা সংঘের শিক্ষক বলরাম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, একজন আর্দশ শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি গীতা শিক্ষায় শিক্ষিত হওয়া খুবই প্রয়োজন,আপনারা আপনাদের সন্তানের গীতার শিক্ষাকে আবশ্যক হিসেবে রাখার নির্দেশ দেন । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বাংলাদেশ ক্রাইম সংবাদ প্রত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি সবুজ সাহা তিনি সর্বপ্রথম শ্রদ্ধা সাথে শরণ করেন গীতা সংঘের ছাত্র অকাল মৃত্যু প্রসেনজিৎ সাহাকে, তার আত্মার জন্য এক মিনিট নিরবতা পালন করেন সকলেএবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।সেখানে ছাত্রছাত্রী সকলে তার হত্যাকারী বিচার দাবী জানান। আনুষ্ঠানিকতা শেষ করে মঙ্গলঘট স্থাপন করে ৬১ তম মহোৎসবের কার্যক্রম শুরু হয়।৯তারিখ শুক্রবার সারাদিন ধর্মীয় অলোচনা ওদুপুর মহাপ্রসাদ বিতরণ করেন এবং শনিবার সকাল নগর ভ্রমন শান্তি বারি গ্রহন করে মহোৎসবের সমাপ্তি ঘোষণা করেন ভক্তরা ।

Comments (০)
Add Comment