ওমানে দুর্ঘটনায় নিহত হাটহাজারির শাহজাহানের লাশ আসছে বৃহস্পতিবার

ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখলের বাসিন্দা মো.শাহজানের(৪৫)মরদেহ কাল আসছে।বুধবার(৪ জানুয়ারী)বিকেলে নিহতের প্রতিবেশী ওমান প্রবাসী মো.নেজাম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।গত শুক্রবার ৩০ ডিসেম্বর ছুটির দিনে বাড়তি আয়ের আশায় রাজধানী মাসকাটের জেপরিন নামক স্থানে কাজ করতে যান শাহজাহান।কাজ করার এক পর্যায়ে দুর্ঘটনার শিকার হলে গুরুতর আহত শাহজাহানকে স্থানীয়রা দ্রুত ওথাইয়া এলাকার সরকারি কোলা হাসপাতালে নিয়ে যান।ওইদিন সন্ধ্যার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়।

হাটহাজারী উপজেলার ৮ নং মেখল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আমির হোসেন বাড়ির মো. নুর হোসেনের বড় ছেলে তিন সন্তানের পিতা শাহজান পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে আজ থেকে প্রায় ১৮ বছর আগে ওমান পাড়ি জমান।মাসকাটের মিসফাহ এলাকায় গাড়ির গ্যারেজে কাজ করতেন তিনি।বছরখানেক পূর্বে দেশ থেকে ছুটি কাটিয়ে পুনরায় কর্মস্থল ফিরে যান।একবছরের মাথায় আবার তিনি দেশ ফিরছেন, তবে কফিনবন্দি হয়ে।

নিহতের আত্মীয় ওমান প্রবাসী আইয়ুব,প্রতিবেশি নঈম,নজরুল বুধবার সন্ধ্যার দিকে টেলিফোনে জানান,শাহজাহানের মরদেহ বুধবার দুপুরের দিকে কোলা হসপিটালের হিমঘর থেকে কফিনবন্দি করে ওমান বিমান বন্দরে বুঝিয়ে দেয়া হয়েছে।বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সালাম এয়ারের একটি ফ্লাইটে সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শাহজাহানের মরদেহ পৌঁছার কথা রয়েছে।

নিহতের স্ত্রীর ভাই বেলাল জানান, বৃহস্পতিবার ৫ জানুয়ারি সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ পৌঁছানোর পর গ্রামের বাড়িতে আনা হবে।পরে মেখল ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে মরদেহ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।তার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে।এলাকাবাসীও তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না।

Comments (০)
Add Comment