হাটহাজারীতে টপসয়েল কাটায় সাবেক ইউপি চেয়ারম্যানকে জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার(২৪ মার্চ)বিকাল পাঁচটার দিকে উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়,ঘটনাস্থলে গিয়ে ইউএনও দেখতে পান রাস্তার পাশের একটি আবাদযোগ্য কৃষি জমি থেকে এক্সেভেটরের সাহায্যে মাটি কাটা হচ্ছিল।পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হারুনুর রশিদ তার অপরাধ স্বীকার করে নিলে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।অভিযান পরিচালনার সময় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ইউএনও শাহিদুল আলম জানান,টপসয়েল কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।কৃষি জমি সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments (০)
Add Comment