কবি ও সাংবাদিক বাদল রায় স্বাধীন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কবি ও সাংবাদিক বাদল রায় স্বাধীন। আজ ২১ নভেম্বর প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে দায়িত্ব প্রাপ্ত প্রিসাইডিং অফিসার মাষ্টার বাবুল চন্দ্র দাস এর নেতৃত্বে কমিটি গঠনকল্পে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সভাপতি মুক্তিযোদ্ধা আবু হেলাল চৌধুরী, আওয়ামীলিগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও বিশিষ্ট্য ক্রীড়া ব্যক্তিত্ব আলা উদ্দিন বেদন,আওয়ামীলিগ নেতা দিদার বাঙ্গালী, সাইফুল ইসলাম, কার্গিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীতা রানী দাস ও উক্ত বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মাষ্টার কেশব ঘোষাল এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা বেগম। সভায় উপস্থিত ভোটার গনের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে বাদল রায় স্বাধীনকে সভাপতি ও মাকছুদের রহমান জাবেদকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন – সদস্য সচিব -ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বেগম,অভিবাবক সদস্য -মোঃ সাইফুল ইসলাম,শুক্লা চ্যাটার্জী, শিক্ষক প্রতিনিধি আমজাদ হোসেন,শিক্ষানুরাগী সদস্য -যমুনা রানী নাথ, কাউন্সিলর সুরমা বেগম,দাতা সদস্য শামসুদ্দিন মানিক,শিক্ষক প্রতিনিধি জাহানারা বেগম প্রমুখ। কমিটি গঠন শেষে উপস্থিত বক্তারা বলেন এর পুর্বে ২ জন দক্ষ ও প্রভাবশালী সভাপতির নেতৃত্বে স্কুলের অবকাঠামো সহ সার্বিক বিষয়ে অনেক উন্নতি সাধন এবং শিক্ষার উল্লেখযোগ্য মানউন্নয়ন ঘটেছে। আমরা আশা করবো নব গঠিত কমিটির সভাপতি বাদল রায় স্বাধীনের নেতৃত্বে ও তার বিভিন্ন সাংগঠনিক অভিজ্ঞতা দিয়ে এবং কমিটির সকলের সক্রিয় উদ্যোগে বিরাজমান বাকি সমস্যা লাঘব সহ বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষার মানউন্নয়নের মাধ্যমে বিদ্যালয়টি একটি মডেল বিদ্যালয়ে পরিনত হবে এটা আমাদের সকলের প্রত্যাশা ও বিশ্বাস। আমরা নব গঠিত কমিটির সর্বোচ্চ দায়িত্বশীলতা ও প্রত্যাশা করি। নব গঠিত কমিটির জন্য রইলো অনেক শুভ কামনা।

Comments (০)
Add Comment