করোনাকালীন ৯ মাসে সাতক্ষীরা জেলা প্রশাসনের ১৪০৮ টি মোবাইল কোর্টের অভিযানে ৫৪ লক্ষ ২৪ হাজার টাকা অর্থ দন্ড আদায়

আজহারুল ইসলাম সাদী,স্টাফ রিপোর্টারঃ করোনাকালীন ৯ মাসে সাতক্ষীরা জেলা প্রশাসনের ১৪০৮ টি মোবাইল কোর্টের অভিযানে ৫৪ লক্ষ ২৪ হাজার টাকা অর্থ দন্ড আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত তথ্য অনুযায়ী সাতক্ষীরা’র বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এর নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ (Second wave) মোকাবেলায় জেলা ও উপজেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায়, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে সাতক্ষীরা জেলায় গত ০১ মার্চ ২০২০ হতে ৩০ নভেম্বর ২০২০ পর্যন্ত পরিচালিত মোট ১৪০৮ টি মোবাইল কোর্ট অভিযানে ৩৫৬১ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৫৪,২৩,৭৭৯ (চুয়ান্ন লক্ষ তেইশ হাজার সাতশত ঊনআঁশি) টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

Comments (০)
Add Comment