খাগড়াছড়িতে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

“প্রবাসীর কল্যাণ,মর্যাদা-আমাদের অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার।” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় প্রবাসী দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শনিবার(৩০ ডিসেম্বর)সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর আয়োজন পৌর টাউন হল থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ করে।পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ নারায়ণ চন্দ্র খাঁ’র সভাপতিত্ত্বে সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক সহিদুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক জুনায়েদ কবির সোহাগ, জেলা জনশক্তি জরিপ অফিসার আবদুর মতিন সরকার,জেলা সমাজ সেবা উপ পরিচালক জসীমউদ্দিন,প্রবাসী কল্যাণ ব্যাংক খাগড়াছড়ি জেলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ তানজিলুর রহমান চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দেশে রেমিট্যান্স প্রদানকারীরা এতে অংশগ্রহণ করেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে দেশে রেমিট্যান্স প্রদানকারীদের কৃতজ্ঞতা স্বীকার করে বলেন,বিদেশ যাওয়ার পূর্বে কাজের অভিজ্ঞতা ও ভাষা দক্ষতা থাকলে তারা স্বল্প সময়ে স্বাবলম্বী হতে পারবে।এজন্য বর্তমান সরকার বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে জনশক্তিতে রূপান্তরে বিনামূল্যে সেবা ব্যবস্থা চালু রেখেছেন।এবং সবাই সেবা গুলো গ্রহনের আহ্বান জানান।

আলোচনা শেষে ২০২৩ সালে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদান কারী ৩ জনকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Comments (০)
Add Comment