ডিসি মিজানুর রহমানে সহায়তায় ইউএনও মো জুয়েল রানার হাত ধরেই বরকলে প্রথম গার্লস স্কুল স্থাপন

রাঙামাটি জেলা প্রতিনিধী বরকল উপজেলার এক সুপরিচিত ও প্রিয় মানুষ হিসেবে পরিচিত ইউএনও মো জুয়েল রানামিষ্টভাষী ও সদালাপী তরুন এই ব্যাক্তিটির ব্যবহার ও কার্যক্রম নিয়ে ইতিমধ্যেই তমুল জনপ্রিয় হয়ে উঠেছেন অত্র উপজেলার আপামর জনগোষ্ঠীর কাছে।বিভীন্ন জাতি,ধর্ম ও ভাষাগোষ্টির মানুষের কাছে তিনি হয়ে উছেন ঘড়ের ছেলে।বরকল উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকেই দুর্গম ও অনগ্রসর এ উপজেলার শিক্ষাব্যবস্থার দিকে বিভিন্নভাবে মনোনিবেশ করার চেষ্টা করে যাচ্ছেন তিনি।এরই অংশ হিসেবে উপজেলাস্থ ছাত্রীদের জন্য মাধ্যমিক পর্যায়ের শিক্ষা বিস্তার ত্বরান্বিতকরনের লক্ষ্যে একটি গার্লস হাই স্কুল স্থাপনের অভাব শুরু থেকেই অনুভব করছিলেন।

বিষয়টি নিয়ে আলোচনা করায় উপজেলা চেয়ারম্যান,স্থানীয় জমিদাতা,সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিবর্গও আগ্রহ প্রকাশ করে।এখন প্রয়োজন ফান্ডের! তিনি গার্লস স্কুল স্থাপনের বিষয়টি রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানকে অবগত করেন।এরই পরিপেক্ষীতে গত ১৩ জানুয়ারি ২০২২ তারিখে জেলা প্রশাসক বরকল উপজেলা পরিদর্শনকালে উপজেলা সংলগ্ন প্রস্তাবিত গার্লস স্কুল স্থাপনের জায়গাটি দেখেন।বিদ্যানুরাগী জেলা প্রশাসক মো মিজানুর রহমানও এক কথায় গার্লস স্কুল স্থাপনের সার্বিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিতে আগ্রহ প্রকাশ করেন।

আজ ২৫ জানুয়ারি ২০২২ জেলা প্রশাসক তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী বরকলে গার্লস স্কুল স্থাপনের জন্য প্রাথমিকভাবে ৬,০০০০০/- (ছয় লক্ষ) টাকার দাপ্তরিক চেক ইউএনও জুয়েল রানার নিকট হস্তান্তর করেন।গার্লস স্কুলের জন্য সেমি-পাকা শ্রেণিকক্ষ ও হোস্টেল নির্মাণের লক্ষ্যে কাজ দ্রুত শুরু করারও নির্দেশনা দেন।স্কুল স্থাপনের সম্পূর্ণ কাজ সমাপ্ত হওয়া পর্যন্ত শ্রদ্ধেয় স্যার সার্বিক সহযোগিতা করে যাবেন বলেও আশ্বস্ত করেন।এখন শুধু বাস্তবায়নের পালা।

বরকল উপজেলার শিক্ষা বিস্তারে এ মহতী কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য রাঙামাটি জেলা প্রশাসককে উপজেলা প্রশাসন ও বরকলবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনসহ‌ তাহার সর্বদা সুস্থতা কামনা করছেন ইউএনও জুয়েল রানা।এভাবেই এগিয়ে যাক একটি উপজেলা।এই প্রত্যাশায় নিয়ে বিভীন্ন সামাজিক মাধ্যমে জেলা প্রশাসক ও ইউএনও কে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি বরকল উপজেলার জনপ্রতিনিধিসহ বিভীন্ন মহল ব্যাক্তিবর্গরা।

Comments (০)
Add Comment