বাঁশখালীর কুখ্যাত জলদস্যু জসীম দুই সহযোগীসহ গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীর কুখ্যাত জলদস্যু জসিম বাহিনীর প্রধান জসিম উদ্দিন ওরফে জসীম ডাকাতকে তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।বৃহস্পতিবার(৮ই সেপ্টেম্বর)দুপুরে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া মাস্টার নজির আহমদ কলেজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জসীম বাঁশখালীর সরল ইউনিয়নের মৃত দানু মিয়ার ছেলে।গ্রেপ্তারকৃত বাকি দুইজন হলেন সরল ইউনিয়নের মৃত আমির হোসেনের ছেলে আব্দুল মাবুদ ও মৃত দানু মিয়ার ছেলে ওসমান গনি।

তাদের বিরুদ্ধে সন্ত্রাসী,ডাকাতি,চাঁদাবাজি,হত্যা, হত্যাচেষ্টা ও অপহরণের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) নুরুল আবছার বলেন,গ্রেপ্তার আসামিদের তল্লাশি করে ৫টি ওয়ানশুটার গান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তারা পরস্পর যোগসাজশে অবৈধ অস্ত্র নিয়ে দীর্ঘদিন যাবত এলাকায় প্রভাব বিস্তার করে আসছে।গ্রেপ্তার জসিমের বিরুদ্ধে ১৪টি মামলা এবং আব্দুল মাবুদ ডাকাতের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।তাদেরকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments (০)
Add Comment