২০০ বস্তা অবৈধ চা জব্দ,জরিমানা ২ লাখ টাকা

চা ব্যবসার বৈধ লাইসেন্স না থাকা,নিলাম ছাড়া চা কেনা,অবৈধ ট্রেড মার্ক ব্যবহার এবং  অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাতের অপরাধে হালিশহরের রাজধানী ফুড প্রডাক্টসকে দুই  লাখ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার(২৮ আগস্ট)মোল্লাপাড়ায় এ  অভিযান পরিচালনা করেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।নিলাম ছাড়া কেনা ১০ হাজার কেজি চা(২০০ বস্তা)ট্রাক থেকে আনলোডের সময় হাতেনাতে জব্দ করা হয়।৩টি ব্রান্ডের নামে ১৪ ধরনের প্যাকেটে প্রতিষ্ঠানটি অবৈধভাবে চা বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

মোহাম্মাদ রুহুল আমীন বলেন,চা বোর্ডের লাইসেন্স না নিয়ে নকল প্যাকেট ও ব্রান্ড নাম ব্যবহার করে অবৈধভাবে ব্যবসা করছে চট্টগ্রামের বেশ কিছু প্রতিষ্ঠান।এ ছাড়া কালোবাজার থেকে চা কিনে অস্বাস্থ্যকর পরিবেশে প্যকেটজাত করে চা বিক্রি করছে কিছু অসৎ ব্যবসায়ী।এসব অনিয়ম প্রতিরোধে চা বোর্ড মোবাইল কোর্ট পরিচালনা করছে।এ ধরনের অভিযান চলমান থাকবে।তিনি চা ব্যবসায়ীদের প্রয়োজনীয় লাইসেন্স নিয়ে ভ্যাট ও ট্যাক্স পরিশোধ করে বৈধ ভাবে ব্যবসা পরিচালনার নির্দেশনাও দেন।

বাংলাদেশ চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব,সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং হালিশহর থানার পুলিশ অভিযানে অংশ নেন।

Comments (০)
Add Comment