বাগেরহাটে ৩য় শ্রেণীর কর্মচারীদের পদ পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে কর্মসূচি পালিত হচ্ছে।

কামরুজ্জামান শিমুল  দেশব্যাপী ৩য় শ্রেণীর কর্মচারীদের পদ পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে কর্মসূচি পালন করছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস)।বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসে কর্মরত ৩য় শ্রেণীর কর্মচারীগণ এই কর্মসূচি পালন করছে।তারই অংশ হিসেবে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)বাগেরহাট জেলা শাখা মঙ্গলবার(১লা মার্চ)সকাল ৯ টা থেকে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মবিরতি পালন করছে।
কর্মচারীদের পদ পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে গত ২৭ ও ২৮ শে ফেব্রুয়ারি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক,উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী কমিশনার(ভূমি)সহ সকল আইন প্রয়োগকারী সংস্থাকে কর্মসূচির বিষয়ে অবগত করানো হয়েছে।কর্মচারীগণ ১-৩, ৬, ৮-১০ ,১৩-১৬ ও ২০-২৪ মার্চ সকাল ৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি এবং ব্যানারসহ অফিস চত্বরে অবস্থান করবে।
৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ,১৭ই মার্চ জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর প্রতি গভীর শ্রদ্ধা রেখে উক্ত দিবস সমূহ সহ সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন কর্মসূচি স্থগিত থাকবে।এ দাবি আদায়ের কর্মসূচির সাথে বাংলাদেশ কালেক্টরেট ৪র্থ শ্রেণীর কর্মচারী সমিতি একাত্মতা ঘোষণা করেছে।কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ জানান,দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।তবে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র আনায়ন,সংরক্ষন ও বিতরণের সময় টুকু কর্মসূচির আওতামুক্ত থাকবে।
বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস)জেলা শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ হান্নান সেখ,সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,আবদুস সালাম,কুমার রায়,এনামুল হক দিদার, সুনীল কুমার রায়,বিলকিস আক্তার,কোমেলা খাতুন,শেখ হাসিবুর রহমান,আসমা আক্তার,সুমা খাতুন প্রমূখ।
Comments (০)
Add Comment