বেনাপোল স্থলবন্দরের শেড থেকে চারটি বোমা উদ্ধার।

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল স্থলবন্দরের ২৪ নং শেড থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি বোমা উদ্ধার করেছে পুলিশ।বোমা উদ্ধারের ঘটনায় বন্দরে কাজ করা শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।শনিবার(২৭ নভেম্বর)দুপুরে বোমাগুলো উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ জানান,বন্দরের শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাল কসটেপ দিয়ে মুড়িয়ে রাখা চারটি বোমা উদ্ধার করা হয়েছে।কে বা কারা কি উদ্দেশ্যে রেখেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments (০)
Add Comment