মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক ভেজাল ওষুধ কারখানায় অভিযানঃ বিপুল পরিমান ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ০১

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক ভেজাল ওষুধ কারখানায় অভিযানঃ বিপুল পরিমান ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ০১,বন্দর নগরীতে সংঘবদ্ধচক্র দীর্ঘদিন যাবৎ নামীদামি কোম্পানীর ওষুধের নাম ব্যবহার করত,সেগুলো ভেজালভাবে প্রস্তুত করে উচ্চ দামে বাজারজাত করে আসছে।তারা নিজস্ব কেমিস্ট নিয়োগ করে ও ওষুধ তৈরির বিভিন্ন নি¤œমানের ক্যামিকেল দিয়ে ওষুধগুলো তৈরি করা হয়।যেমন Kho Max, Excitement, Monfedin, Max-Life, Home Cap, k-xin, Gross-up, KZ bio bar. প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় বাংলাদেশ যৌন উত্তেজক ওষুধের চাহিদা বেশি থাকায় তারা বিদেশী বিভিন্ন ওষুধের নাম ব্যবহার করে অধিক দামে তাদের পরিচিত ফার্মেসীতে বিক্রয় করে আসছে।বৈধ কোন কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(উত্তর)বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) পংকজ দত্ত এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক হাসান ইমাম এর নেতৃত্বে¡ ০৪ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৯/১১/২০২০ খ্রিঃ ১৮.৫০ ঘটিকায় চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন পুরাতন কালুরঘাটস্থ তারানন্দ যুগীশ্রাম কালি মন্দিরের সামনে বেলাল এর বিল্ডিং এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভেজাল ওষুধ, তৈরির সরঞ্জমাদি সহ মোহাম্মদ হোসেন (৪০) কে গ্রেফতার করেন। পলাতক আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

Comments (০)
Add Comment