ময়মনসিংহ নগরীকে যানজটমুক্ত বসবাস উপযোগী নিরাপদ নগরীতে রুপান্তর করার লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়

ময়মনসিংহ নগরীকে যানজটমুক্ত বসবাস উপযোগী নিরাপদ নগরীতে রুপান্তর করার লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।শম্ভুগঞ্জ ব্রীজমোড়ের যানজট নিরসন হলো নাগরিকগণের দীর্ঘদিনের দাবি । এই যানজট নিরসনের লক্ষ্যে আজ সকাল ১০ টা হতে দুপুর ২.০০ টা পর্যন্ত অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।রাস্তা বেদখলমুক্ত করে প্রশস্ত করা হয়েছে। ছোটবড় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভেঙে অপসারণ করা হয়েছে।

ময়মনসিংহ সিটি করপোরেশন,ময়মনসিংহ জেলা প্রশাসন,জেলা পুলিশ ময়মনসিংহ,সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে পরিচালিত হয় এ উচ্ছেদ অভিযান।

জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। পুণরায় যেন বেদখল না হয় সেটি নিশ্চিত করতে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশনা দেয়া হয়েছে।

প্রতিটা মোড়ে মোড়ে অটো কিংবা রিক্সা বা গাড়ি যেন দীর্ঘক্ষণ যাবত দাড়িয়ে থাকতে না পারে সেটি পুলিশ বিভাগকে নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়।

Comments (০)
Add Comment