রায়গঞ্জে প্রণোদনার নাবী পাটবীজ উৎপাদনে স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত।

ফরিদুল ইসলাম: রায়গঞ্জে ২০২১-২২ অর্থ বছরের খরিপ /২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় পাটবীজ উৎপাদনে স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ২৯ নভেম্বর সোমবার বিকাল তিন ঘটিকায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর রায়গঞ্জ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব বাবুল আকতার সভাপতি রায়গঞ্জ পৌর আওয়ামীলীগ এবং প্রধাব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু হানিফ উপ-পরিচালক জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিরাজগঞ্জ। রায়গঞ্জ পৌরসভাধীন পূর্বলক্ষীকোলা মহল্লায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব জহুরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জনাব আ জ ম আহসান শহীদ সরকার, জেলা প্রশাসন কর্মকর্তা সিরাজগঞ্জ, জনাব দেলোয়ার হোসেন ভারপ্রাপ্ত উপজেলা কৃষি অফিসার রায়গঞ্জ, মোঃ মমিনুল ইসলাম কৃষি সম্প্রসারণ অফিসার রায়গঞ্জ, মোঃ শামীম আকতার সফল চাষী ও পাটবীজ উৎপাদনকারী, মোঃ জুলফিকার আলি উপসহকারী কৃষি কর্মকর্তা অত্র ব্লক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পাটের সোনালী সুদিন ফিরিয়ে আনার জন্য আমাদের আবারো পাট চাষে ঝুঁকতে হবে। বর্তমান কৃষি বান্ধব সরকার সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনার জন্য পাট চাষে প্রণোদনা দিয়ে যাচ্ছে। পাট পরিবেশ বান্ধব, তাই আসুন আমরা সবাই মিলে পলিথিন পরিহার করি পাটজাত পণ্য ব্যাবহার করি। মূল অনুষ্ঠানের আগে অতিথিগণ সবাই মিলে শামীম আকতারের চাষকৃত পাটবীজ ক্ষেত পরিদর্শন করেন। অনুষ্ঠানে অত্র ব্লকের কয়েকশত কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

Comments (০)
Add Comment