লালমনিরহাটে মুক্তিযোদ্ধার পরিবারের সঙ্গে প্রতারণা থানায় অভিযোগ।

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার নবীনগর এলাকার মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে মুক্তিযুদ্ধের সনদপত্র পান।

প্রায় তিন বছর আগে একই এলাকার খায়রুল ইসলাম (৪৫) ও একরামুল হক (৪০) উভয়ের পিতা মৃত্যু এয়ার উদ্দীন, রুমানা বেগম (৩২) স্বামী জেলাল উদ্দীন ইউসুফ আলীকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধা সনদ এনে দিবে বলে তার নিকট টাকা দাবি করে।

মুক্তিযোদ্ধা ইউসুফের বড় ছেলে আনোয়ার হোসেনের বাড়ি বরাদ্দ দেওয়া হবে। তার মেয়ে ইয়াসমিন আক্তারের বিয়ের সময় তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে অনুদান এবং তার নাতি আমিন খানের শিক্ষার জন্য অনুদান দিবে বলে ৪৬.৫০০ টাকা নেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আসামিরা কাজ না করলে, তাদের টাকা ফেরত চাইলে আজ না কাল দেবেন বলে তর্ক শুরু করে।

গত ৫ ডিসেম্বর আসামি খায়রুল ইসলামের বাড়িতে গিয়ে বলেন, বাদী টাকা ফেরত চাইলে তিনি ফেরত দেবেন না। ইউসুফ তাদের কাছে আবার টাকা চাইলে তারা বিভিন্ন হুমকি দেয়।

মামলার আসামি খায়রুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে ফোন কেটে দেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Comments (০)
Add Comment