সন্দ্বীপে গবাদি পশু পালন কারী, ধারিপাটি,মোড়া মাইচা প্রস্তুতকারীদের মার্কেট এক্টরের সাথে সম্পর্কোন্নয়ন সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে গবাদি পশু পালন কারী, ধারিপাটি,মোড়া মাইচা প্রস্তুতকারীদের মার্কেট এক্টরের সাথে সম্পর্কোন্নয়ন সভা অনুষ্ঠিত
সন্দ্বীপে বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিআই রিকল ২০২১ প্রকল্পের উদ্যোগে ও দাতা সংস্থা অক্সফ্যামের সহযোগিতায় দিনব্যাপী গাভী পালনকারী, ধারিপাটি ও মোড়া মাইছা, বাঁশবেত, ভেল্যুচেইন ভিত্তিক উৎপাদক দল এবং সংশ্লিষ্ট ইনপুট ও আউটপুট মার্কেট এক্টরদের সাথে সম্পর্ক উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২ জানুয়ারী এসডিআই প্রশিক্ষন কেন্দ্রে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রিকল প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী শ্যামল রায়।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ আলী আজম।রিকল প্রজেক্টের ফিল্ড ফ্যাসিলিটেটর বাদল রায় স্বাধীন এর উপস্থাপনায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন এসিআই এর মার্কেটিং অফিসার নিয়ামত উল্যাহ, প্রানী সম্পদ অফিসের ফিল্ড ফ্যাসিলিটেটর মোসলেম উদ্দীন, প্রডিউসার গ্রুপ সদস্য মোঃ মিজান, আক্তারা বেগম, মোঃ জুয়েল প্রমুখ।সভায় বক্তারা সন্দ্বীপে গবাদিপশু পালনে সমস্যা, সম্ভাবনা, খাদ্যের যোগান, ভ্যাকসিনেশন নিশ্চিত করা, প্রানী সম্পদ অফিসের লোকবল সহ ভ্যাকসিন সংরক্ষনে সমস্যা ,দুগ্ধ প্রক্রিয়াজাত করনে বহুজাতিক কোম্পানীগুলোর অনুপস্থিতি ইত্যাদি কারনে ব্যবসাতে কাঙ্খিত লাভ পাচ্ছেননা বলে মন্তব্য করেন। অন্যদিকে ধারিপাটি, মোড়ামাইচা ও গবাদি পশু পালনে পুঁজির অভাব পুরনে সরকারী বেসরকারী ঋনদান প্রতিষ্ঠানের অতিমাত্রায় ডকুমেন্ট বা মর্গেজ প্রদানে ব্যর্থ হওয়ায সরকারী প্রনোদনা প্যাকেজগুলো তারা ভোগ করতে পারছেননা বলেও প্রতিক্রিয়া জানান।
Comments (০)
Add Comment