সন্দ্বীপে রি-কল প্রজেক্টের উদ্যোগে কমিউনিটি পর্যায়ে সরকারী পরিষেবার কার্যকারিতায় যুব কর্মসংস্থান বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত

ইলিয়াস কামাল বাবুঃ দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও অক্সফ্যামের পরোক্ষ অংশীদারিত্বে এবং সিপিডি’ র কারিগরি সহায়তায় গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহন প্রকল্পের আওতায় সন্দ্বীপে কমিউনিটি পর্যায়ে সরকারী পরিষেবার কার্যকারিতায় যুব কর্মসংস্থান বিষয়ক এক গণশুনানী অনুষ্ঠানের আয়োজন করে এসডিআই রি-কল প্রজেক্ট।

১ মার্চ,সকাল ১১ টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সন্দ্বীপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ।এতে সভাপতিত্ব করেন-এসডিআই রি-কল প্রজেক্টের সন্দ্বীপ প্রকল্প সমন্বয়কারী শ্যামল রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সন্দ্বীপ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা চৌধুরী জেসী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আলম,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রবিন সরকার,উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ কর্মকর্তা মোঃ নাসিরউদ্দিন

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আকতার হোসেন,উপজেলা সমবায় অধিদপ্তরের প্রতিনিধি গোলাম রহমান,উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের প্রতিনিধি ফরিদুল মাওলা,রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল।

Comments (০)
Add Comment