সন্দ্বীপে সিবিও’র স্থায়িত্বশীল তহবিল ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন প্রদান সম্পন্ন।

বাদল রায় স্বাধীনঃ সন্দ্বীপে কমিউনিটি বেইজড অর্গানাইজেশন বা সিবিও’র স্থায়িত্বশীল তহবিল ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রিকল ২০২১ প্রজেক্টের আয়োজনে ও দাতা সংস্থা অক্সফ্যামের সহযোগিতায় উক্ত প্রশিক্ষনে ১০ টি সিবিও’র ৩০ জন সিবিও লিডার অংশগ্রহন করেছেন।

১৭ নভেম্বর এসডিআই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী শ্যামল রায়। উদ্বোধক ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক হারুন অর রশিদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাউন্স কাম লজিষ্টিক অফিসার সাহাবুদ্দিন আহম্মেদ, ফিল্ড ফ্যাসিলিটেটর বাদল রায় স্বাধীন, মালতি সরকার,ইসমাঈল ফরিদ প্রমুখ।

প্রশিক্ষনে সিবিও কর্তৃক পরিচালিত স্থায়িত্ব শীল তহবিল থেকে প্রদেয় ঋনের হিসাব ব্যবস্থাপনা, ঋন গ্রহীতার যোগ্যতা, ঋন খেলাপী রোধের উপায়, ঋন প্রদানের আগে বিবেচ্য বিষয় সমূহ ও প্রয়োজনীয় ডকুমেন্ট,ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার পুরনের দিক নির্দেশনা ছাড়াও ব্যাক হিসাব ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারনা প্রদান করা হয়।

Comments (০)
Add Comment