সন্দ্বীপে ২৯ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

বাদল রায় স্বাধীন: ২৯তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সমাজ ভিত্তিক উন্নয়ন সংগঠন সমুহের জন্য দিনব্যাপী ওরিয়েন্টেশনের আয়োজন করেছে রিকল ২০২১ প্রকল্প এসডিআই। এবারের প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো “কোভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুন ভাবে টেকসই বিশ্ব গড়ি “। দাতা সংস্থ্যা অক্সফ্যামের আর্থিক সহায়তায় আজ ৩ ডিসেম্বর সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স সংলগ্ন এসডিআই’র আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রে আয়োজিত ওরিয়েন্টেশন এর শুভ উদ্বোধন করেন প্রকল্প সমন্বয়কারী শ্যামল রায়। প্রশিক্ষন পরিচালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর বাদল রায় স্বাধীন, ঈসমাঈল ফরিদ,মালতি সরকার ও কমিউনিটি মোবিলাইজার মোঃ ফারুক। ওরিয়েন্টেশনে প্রতিবন্ধীতা কাকে বলে, প্রতিবন্ধীর প্রকারভেদ, প্রতিবন্ধীর কিভাবে যত্ম নিতে হয়, প্রতিবন্ধীর আচরন কেমন হওয়া উচিত, তাদের জন্য কেমন অবকাঠামো নির্মান করে বিশেষ সুযোগ তৈরি করে দেওয়া যায়,প্রতিবন্ধীদের জন্য সরকারী কি কি সুযোগ সুবিধা রয়েছে ইত্যাদি সহ শিশু কারা, শিশু সুরক্ষা নীতিমালা, শিশুদের মানষিক বিকাশ ও নির্যাতনের হাত থেকে কিভাবে মুক্ত রাখা যায় এবং শিশু নির্যাতন বন্ধে কি কি আইন রয়েছে ইত্যাদির উপর বিস্তারিত ধারনা প্রদান করা হয়েছে। উক্ত প্রশিক্ষনে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীদের অভিবাবক সহ মোট ২৫ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেছে।

Comments (০)
Add Comment